এই মুহূর্তে জেলা

হাওড়া কর্পোরেশনের গেটের সামনে অস্থায়ী সাফাই কর্মীদের রাস্তা অবরোধ।

হাওড়া, ১৬ অক্টোবর:- পুজোর মুখে অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের তরফ থেকে অস্থায়ী সাফাই কর্মীরা লাগাতার কর্মবিরতি শুরু করেছেন হাওড়া পুরনিগম এলাকায়। বেতন বৃদ্ধি সহ নয় দফা দাবিতে গত শনিবার মহালয়ার দিন থেকে শুরু হয়েছে এই কর্মবিরতি।

আজ সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনেই কর্মবিরতিতে যাওয়া সাফাই কর্মীরা হাওড়া কর্পোরেশনের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। সোমবার একদিকে পুজোর আগে শেষ পাইকারি হাট, তার উপর সাফাই কর্মীদের অবরোধের জেরে তীব্র যানজট ছড়িয়ে পড়েছে ওই এলাকায়।