তরুণ মুখোপাধ্যায়, ১৩ অক্টোবর:- যেভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় ডেঙ্গুর পাদুর্ভাব দেখা দিচ্ছে তার বিরুদ্ধে মানুষকে সচেতন করতে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। শুক্রবার রিষড়া পুরসভার উদ্যোগে ডেঙ্গির বিরুদ্ধে প্রচার অভিযান চালানো হলো। বিকালে পুরসভার সামনে থেকে পুর প্রধান বিজয় সাগর মিশ্র এবং উপ পুরপ্রধান জাহিদ হাসান খানের নেতৃত্বে ডেঙ্গু সচেতনা অভিযান রিষড়ার বিভিন্ন পথ অতিক্রম করে। পরে বিজয় বাবু সাংবাদিকদের জানান সম্প্রতি রাজ্যের কিছু জায়গায় ডেঙ্গুর যে প্রাদুর্ভাব দেখা দিচ্ছে তার বিরুদ্ধে পুর এলাকার সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।
পুরসভার পক্ষ থেকে স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের স্বাস্থ্যর ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন জ্বর হলে তাদের রক্ত পরীক্ষার ব্যবস্থা করছেন পৌরসভার স্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে। পাশাপাশি নাগরিকদের বাড়ির আশপাশ পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে। কোথাও জমা জল জমলে তা তৎক্ষণা পরিষ্কার করতে হবে। সব মিলিয়ে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। এদিনের এই ডেঙ্গু সচেতনতা অভিযানে পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ছাড়াও ছাড়াও ছিলেন অন্যান্য কাউন্সিলররাও।