হাওড়া, ২ অক্টোবর:- নিয়ন্ত্রণহীন টোটোর ধাক্কায় ক্ষতিগ্রস্ত রামরাজাতলার রেলগেট। তীব্র যানজট। সোমবার সন্ধ্যে নাগাদ হাওড়ায় দক্ষিণ-পূর্ব রেলের রামরাজাতলা স্টেশনে একটি টোটোর ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় রেলওয়ে ক্রসিংয়ের গেট। জানা গেছে, এদিন একটি টোটো রামরাজাতলা অভিমুখে যাবার সময় রেলগেটে ধাক্কা মারে।
তাতেই ক্ষতিগ্রস্ত হয় রেলগেট। ঘটনার জেরে গোটা এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে ছুটে আসে জগাছা থানার পুলিশ। পুলিশের তৎপরতায় ধীরে ধীরে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ভাঙা গেট সারানোর কাজ চলছে।