হুগলি, ২ অক্টোবর:- এক সময়ের উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের বহির্বিভাগ ওল্ড জি টি রোডে ১৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত, তা আজ ভগ্ন দশায় পরিনত হয়েছে, ভেঙে পড়ছে ভবনের একাংশ, রাত নামলেই সমাজ বিরোধীদের আখড়ায় পরিনত হয়, সংস্কার করে হাসপাতাল সম্প্রসারনের দাবী তুলছেন স্থানীয়রা। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের পূর্বতন বহির্বিভাগটি গত কয়েক বছর আগেও ছিল সাধারন মানুষের চিকিৎসার জন্য উপযুক্ত। উত্তরপাড়া পুরসভার ১৭নম্বর ওয়ার্ডে পুরসভার বিপরীতে এক সময় ছিল হাসপাতালের বহির্বিভাগ। সেটি বন্ধ করে বহির্বিভাগ সরিয়ে নিয়ে যাওয়া হয় উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের সামনে, দীর্ঘদিন অব্যবহারের ফলে জরাজীর্ণ অবস্থায় জি টি রোড ও অমরেন্দ্র সরণির সংযোগস্থলে রয়েছে ভবনটি। স্থানীয় মানুষের অভিযোগ রাত নামলেই নেশাখোর সমাজ বিরোধীদের আখড়া হয়ে ওঠে। যে কোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের বিপদ ঘটতে পারে বলেও আশঙ্কা।
বর্তমানে রাজ্যে জুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, সেইখানে একটা ভগ্ন প্রায় বিল্ডিং সঙ্গে জঞ্জালে পরিপূর্ণ, আতঙ্কে এলাকার মানুষ, বারং বার স্থানীয় পুরসভা ও উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে লিখিত অভিযোগ জানান এলাকার মানুষ, তবে কোনো সুরাহা হয়নি।স্থানীয় বাসিন্দা, চিকিৎসক থেকে সাধারন মানুষের দাবী, সংস্কার করে নার্সিং স্কুল বা ব্লাড ব্যাঙ্কের মত কিছু করে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে লাগানো হোক। উত্তরপাড়া পুরসভা সূত্রের খবর ওই ভবনটি জেলা স্বাস্থ্য দপ্তরের অধীনে, ইতিমধ্যেই পুরসভার পক্ষ থেকে একটি বিকল্প নার্সিং স্কুল গড়ার প্রস্তাবনা পাঠানো হয়েছে।যদিও এই ভবন পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ গত বছর নেওয়া হয়েছিল পুরসভার পক্ষ থেকে, এই বছর স্বাস্থ্য দপ্তর এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। উত্তরপাড়া পুরসভার পুর প্রধান দিলীপ যাদব বলেন, এই বিল্ডিং পুরসভার নয়, নির্দিষ্ট দপ্তরের তাই এই কাজ নির্দিষ্ট দপ্তর করবে। যদিও এই বিষয় জেলা স্বাস্থ্য দপ্তরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।