কলকাতা, ১৩ সেপ্টেম্বর:- কলকাতাকে লন্ডন বানানোর স্বপ্ন দেখেছেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্বপ্নকে বাস্তবায়িত করতে পরিকল্পনা নিল রাজ্য সরকার। সেই পদক্ষেপ অনুযায়ী টেমস নদীর মত সাজানো হবে গঙ্গার দুই পাড়। স্থানীয় সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হবে। গাছ লাগানো হবে। বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় জল পরিবহণকে আরও আধুনিকভাবে সাজিয়ে তোলা হবে। দূষণহীন আধুনিক জলযান নামানো হবে। থাকবে নতুন জেটি, চার্জিং স্টেশন। প্রথমে ডায়মন্ড হারবার থেকে কল্যাণী এবং দ্বিতীয় ধাপে কল্যাণী থেকে ফরাক্কা পর্যন্ত সৌন্দর্যায়নের কাজ করা হবে জানালেন পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। মঙ্গলবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানে পরিবহনমন্ত্রী বলেন, “জলপথ পরিবহণকে আমরা আধুনিক মানের করে গড়ে তুলব। ১৫টা পরিবেশবান্ধব বৈদ্যুতিক জলযান তৈরি হচ্ছে। সেগুলোর জন্য চার্জিং স্টেশন তৈরি হবে। প্রত্যেক পুরসভার চেয়ারম্যানকে তাঁর এলাকার গঙ্গার দুই ধারে গাছ লাগানোর জন্য অনুরোধ করছি।
তাতে সৌন্দর্যায়ন বাড়বে।” পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও একইভাবে সুর মিলিয়ে বলেন, ”স্থানীয় পুরসভাকে উদ্যোগী হতে হবে নতুন জেটিঘাট রক্ষণাবেক্ষণে। পরিবেশের কথা মাথায় রেখেই ই-ভেসেল নামানোর উপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি গঙ্গার দু’ধারে আমরা গাছ লাগাব। কলকাতা শহরে ১ কোটি গাছ লাগানো হবে।” পাশাপাশি পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী কেন্দ্রীয়ভাবে নতুন জেটিগুলো নিলাম করে দায়িত্ব দেওয়া হবে। তাতে যে টাকাটা পাওয়া যাবে, তার একটা ছোট অংশ বিশ্বব্যাঙ্কের এই প্রকল্পের কাজে ব্যবহার করা হবে। বাকি ৮০ শতাংশ যে দুই ঘাটের মধ্যে ফেরি চলাচল করবে, সেই গঙ্গার দুই পাড়ের পুরসভা ভাগ করে পাবে।” প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতায় আসার পর শহর কলকাতাকে আধুনিকীকরণের প্রচেষ্টায় রাজ্য সরকার। সেইমত পরিবহন ব্যবস্থাকেও ঢালাও সাজিয়ে তুলছে রাজ্য। এবার বাংলার ঐতিহ্য গঙ্গা নদী সংস্কৃতিমাফিক সাজিয়ে তোলা হবে।