কলকাতা, ৪ সেপ্টেম্বর:- সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে এসে দেখা করলেন যাদবপুরের মৃত পড়ুয়ার বাবা এবং মা। সূত্রের খবর, তাঁদের সঙ্গে দেখা করার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর আড়াইটা নাগাদ নবান্নে আসেন যাদবপুরের মৃত পড়ুয়া বাবা এবং মা। ছাত্রমৃত্যুর পর নদীয়ায় ছাত্রের বাড়িতে গিয়েছিল রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল। তৃণমূলের প্রতিনিধি দলও গিয়েছিলেন। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃত ছাত্রের বাবার সঙ্গে ফোনে কথা বলেছিলেন। পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন।
সুবিচার অবশ্যই পাবেন বলে কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সরাসরি এই বিষয়ে কথা বলতে নবান্নে এলেন মৃতের বাবা-মা। প্রসঙ্গত, গত ৯ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের বাংলা বিভাগের ছাত্রের দেহ মেইন হোস্টেলের নীচে রক্তাক্ত ও নগ্ন অবস্থায় পাওয়া যায়। পরের দিন ছাত্রের মৃত্যু হয়। ঘটনার নেপথ্যে র্যাগিং ও খুনের অভিযোগ আনে পরিবার। অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও বর্তমান মিলিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।