হুগলি, ২৭ আগস্ট:- বাঁশবেড়িয়া পানমৌরি ঘাটে দাদুর পারলৌকিক কাজ করতে এসে গঙ্গায় তলিয়ে গেল ১৭ বছরের আকাশ রাজভার নামে এক কিশোর। বাঁশবেড়িয়া ১০ নম্বর ওয়ার্ডের কলবাজারের বাসিন্দা আকাশের দাদু বিহারীলাল রাজভর গত রবিবার মারা যান। তাঁর পারলৌকিক কাজ করতে আজ বাঁশবেড়িয়া পানমৌড়ি ঘাটে আসেন ওই পরিবারের সদস্যরা।
সকাল আটটা নাগাদ দুই ভাইকে নিয়ে আকাশ গঙ্গায় স্নান করতে নামলে তিনজনই জলের তোড়ে তলিয়ে যেতে থাকে। তড়িঘড়ি পরিবারের লোকজন জলে নেমে দুজনকে উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু তলিয়ে যায় আকাশ। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় জনপ্রতিনিধি সহ পৌরসভার কর্মীরা ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। শেষ খবর পাওয়া পর্যন্ত আকাশের কোনও খোঁজ মেলেনি।