এই মুহূর্তে কলকাতা

বিধানসভায় দেরিতে আশায় অধ্যক্ষর কাছে ধমক খেলেন পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়।

কলকাতা, ২৪ আগস্ট:- দেরি করে অধিবেশনে আসায় বিধানসভার অধ্যক্ষ বিমান বিন্দ্যপাধ্যায়ের কাছে ধমক খেলেন পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়। আজকের অধিবেশনে পর্যটন দফতরের প্রশ্ন ছিল। তা স্বত্বেও এদিন বেশ কিছুটা দেরি করে বিধানসভায় পৌঁছন পর্যটন মন্ত্রী। সভায় ঢোকার পর তাঁকে উদ্দ্যেশ্য করে অধ্যক্ষ তাঁকে তিরস্কার করেন। পর্যটন নিয়ে প্রশ্ন জমা দিয়েছিলেন বিধায়ক কল্লোল খাঁ। তিনিও এদিন বিধানসভায় দেরি করে পৌঁছন। পরবর্তী সময় তাঁকে প্রশ্ন করার সুযোগ দিয়ে তাঁকে ভবিষ্যতে দেরি করে না আসার বিষয়ে সতর্ক করেন অধ্যক্ষ।

একই সঙ্গে অধ্যক্ষ পর্যটন সংক্রান্ত একটি তথ্যচিত্র তৈরি করার জন্য পর্যটনমন্ত্রীকে পরামর্শ দেন। তিনি বলেন বিধানসভার অডিটরিয়ামে এধরণের তথ্যচিত্র দেখালে সব বিধায়করা অবগত হবেন। একই সঙ্গে বিভিন্ন পর্যটনকেন্দ্রে মধ্যবিত্ত পর্যটকদের হেনস্থার প্রসঙ্গ তুলে অধ্যক্ষ পর্যটন দফতরের কোনো অভিযোগ সেল আছে কিনা তা জানতে চান। তিনি বলেন অনেক সাধারণ মধ্যবিত্ত পর্যটক ঘুড়তে গিয়ে হেনস্তা হন।তা যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি আরো জানান মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গি সাধারণ‌ মধ্যবিত্ত যাতে হেনস্তা না হয়।