হুগলি, ২৪ আগস্ট:- বৃহস্পতিবার সকালে বৈদ্যবাটি সুপার মার্কেটের কাছে একটি পণ্যবাহী গাড়ি ঠেলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত একাধিক। স্থানীয় সূত্রে জানা যায় বৈদ্যবাটি সুপার মার্কেটে কাছে এক পণ্যবাহী গাড়ি স্টার্ট না নেওয়ার কারণে পাশেই থাকা একটি জুট কারখানার শ্রমিকদের সাহায্য করতে বলে চালক। প্রায় ১৫ জন শ্রমিক গাড়িটি সরাতে
সাহায্য করছিল তখনই নিয়ন্ত্রণ হারিয়ে পাশেই থাকা একটি ট্রান্সফরমারে ধাক্কা মারে চালক। পুরো গাড়িটি বিদ্যুতের সংস্পর্শে এসে একাধিক শ্রমিক আহত হন। তড়িঘড়ি তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। গাড়িটি কি আটক করে শ্রীরামপুর থানার পুলিশ।