কলকাতা,৩১ মার্চ:- এবার রাজ্যে আরও ১ করোনাভাইরাস আক্রান্তের খোঁজ পাওয়া গেলো। আক্রান্ত বেলঘরিয়ার রথতলার বাসিন্দা। আক্রান্তের বয়স ৫৭ বছর। তিনি ভিনদেশ বা ভিনরাজ্যে যাননি। জানা গিয়েছে, রথতলা এলাকাতেই একটি এগরোল, চাউমিনের দোকান চালান প্রৌঢ়। আক্রান্ত রথতলারই একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। তাঁর কিডনির সমস্যা থাকায় রোগীর অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার বিভিন্ন উপসর্গ দেখে সোমবার তাঁর লালারসের নুমনা নাইসেডে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার রিপোর্ট এলে জানা যায় তিনি করোনাআক্রান্ত।আক্রান্ত ব্যক্তি সম্প্রতি ভিনদেশ বা ভিনরাজ্যে যাননি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাড়ির লোকজনকে হোম কোরায়েন্টিনে পাঠানো হয়েছে।