এই মুহূর্তে জেলা

স্কুলে ভর্তির সময় বাড়তি ফি কেন, দাবি তুলে হাওড়ার ডোমজুড়ে অবরোধ অভিভাবকদের।

হাওড়া, ২৪ জানুয়ারি:- ছাত্র ভর্তির সময় ফি বাবদ অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদে হাওড়ার ডোমজুড়ের বেগড়ীর একটি হাইস্কুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। অভিযোগ, ওই স্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্র ভর্তির সময় সরকারি নিয়ম অনুযায়ী ভর্তির ফি’র থেকেও বাড়তি টাকা নেওয়া হচ্ছিল। যদিও স্কুল থেকে দেওয়া রশিদে ওই বাড়তি টাকার কোনও উল্লেখ করা হচ্ছিল না। এই নিয়ে সোমবার কিছু অভিভাবক কার্যত ক্ষোভে ফেটে পড়েন। তারা অতিরিক্ত টাকা দিতেও অস্বীকার করেন। এদিন স্কুলের সামনে অভিভাবকেরা বিক্ষোভ দেখান। এর পাশাপাশি এসএফআই কর্মীরাও বিক্ষোভ দেখান।

তা নিয়ে বেশ কিছু স্থানীয় বাসিন্দা তাঁদের উপর হামলা চালায় বলেও অভিযোগ। এই ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ। অভিভাবকদের অভিযোগ, স্কুলে আংশিক শিক্ষকদের বেতন এবং উন্নয়নের নামে অতিরিক্ত টাকা নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। যদিও শুধুমাত্র ২৪০ টাকার রশিদ দেওয়া হচ্ছে। যা সম্পূর্ণ বেআইনি। স্কুল কমিটির তরফে বলা হয়েছে অনুদান হিসেবে স্কুল উন্নয়নের জন্য টাকা নেওয়া হলেও যারা ওই টাকা দিতে পারছেন না তাদের থেকে জোর করে কোনও টাকা নেওয়া হচ্ছে না। এই নিয়ে আসলে রাজনীতি করা হচ্ছে।