খেলাধুলা এই মুহূর্তে

ফুটবলাররা যাতে গোল মিস না করে সেটাই ভাবাচ্ছে আলেজান্দ্র কে –

অঞ্জন চট্টোপাধ্যায়,৯ ডিসেম্বর:- ফুটবলাররা যাতে গোল মিস না করে সেটাই ভাবাচ্ছে আলেজান্দ্র কে -এখনো আই লিগে জয়ের দেখা নেই । দুই ম্যাচ খেলে ভালো ফুটবল ও উপহার দিতে পারে নি ইস্টবেঙ্গল। শতবর্ষে আইলিগে আসছে না টা ধরে নিয়েছে লাল হলুদ সমর্থক রা তবে তাঁদের আস্বস্ত করছেন লাল হলুদের স্পেনীশ কোচ । মনিপুর এ নেরোক এফ সি বিরুদ্ধে নামার আগে তার মন্তব্য, আমার চিন্তা শুধু প্লেয়াররা গোলটা জায়গা মতো করতে পারছে কিনা আমরা প্রচুর সুযোগ পেয়েও গোল মিস করেছি গত দুই ম্যাচ এ । সেই ভুল গুলো যদি না করি তাহলে ম্যাচ আমাদের পকেট এ আসবে । প্রতিপক্ষ টীম নেরোকে নিয়ে আলেজান্দ্র বলেন, ভালো দল।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                  ওদের মাঠে ওদের সঙ্গে খেলা সত্যি কঠিন। তবে দল টা রিয়েল কাশ্মীর এর মতোই। তাই ওদের বিরুদ্ধে কোনো মিস করা চলবে না । নেরোকে কোচ রাই খান বলছেন, আমরা আইজল ম্যাচ এ ভালো খেলেছি তবে অনেক গোল এর সুযোগ ও মিস করেছি এগুলো ইস্টবেঙ্গল এর মতো শক্ত টীম এর বিরুদ্ধে করলে চলবে না। তাহলে ইম্ফল এ দুই দলের চিন্তা গোল মিস । সে কারণ এ দুই দল যে আক্রমণের ফুটবল খেলবে সেটা বলাই যায়।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.