হুগলি, ৮ আগস্ট:- বৈদ্যবাটি ১৬ নম্বর ওয়ার্ডের রাজবংশী পাড়ায় একাধিক বাড়ি গঙ্গা ভাঙ্গনের ফলে ক্ষতিগ্রস্ত। রাজবংশী পাড়ায় গঙ্গার পাড়ে, গঙ্গার পাড়ে শতাধিক পরিবারের বাস। গঙ্গার পাড় ভাঙ্গনের ফলে ঘাটে থাকা বাড়িগুলোতে ফাটল ধরেছে একটু একটু করে বাড়ছে সেই ফাটল। ফলে আতঙ্কে রয়েছেন রয়েছেন এলাকাবাসীরা। ক্ষতিগ্রস্ত বাড়িগুলো ঘুরে দেখলেন পুরপ্রধান পিন্টু মাহাতো এবং সাধারণ মানুষকে আশ্বস্ত করলেন যত তারাতারি সম্ভব ঘাট বাধনের কাজ শুরু হবে।
যদিও সাধারণ মানুষের অভিযোগ বিগত বেশ কিছু বছর ধরে একি অবস্থায় পড়ে আছে বরং দিন দিন ভাঙন বাড়ছে। একাধিক বার বিভিন্ন অধিকারীকরা এসেছেন দেখেছেন কিন্তু কোনো সুরাহা হয় নি। রাজবংশী পাড়ার এক বাসিন্দা, রামপ্রসাদ মল্লিক জানান ” আমরা মৎস্যজীবি এখানে গঙ্গার পাট্টা ভেঙে প্রায় ২০-২৫ ফুট নিচে চলে গেছে। আজ বৈদ্যবাটি পুরপ্রধান এসেছিলেন, এর আগে বিধায়কের এসেছিলেন এস ডি ও এসেছিলেন বারংবার আসছেন আর যাচ্ছেন আমরা কোন সুরাহা পাচ্ছিনা। আমরা বৈদ্যবাটি পৌরসভাকেও জানিয়েছিলাম আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব কাজটা হোক।”