প্রদীপ বসু, ৩১ জুলাই:- স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে বাড়ি আর বাড়ি না ফেরায় আতংক পরিবারের মধ্যে। সোমবার ভদ্রেশ্বর বৌবাজার এলাকার বাসিন্দা পুষ্পল বসু প্রতিদিনের মত সোমবার সাইকেল নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়েছিল। একটু দূরে চন্দননগর এলাকার ভাকুন্ডায় মডার্ন পাবলিক স্কুলে দশম শ্রেণীর ছাত্র। স্কুল ছুটির পর নির্দিষ্ট সময় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন ও প্রতিবেশিরা খোঁজ খবর করতে থাকে।
স্কুলে ও বন্ধুরা জানায় পিষ্পল আজ স্কুলে আসেনি। বাড়িতে এই দশম শ্রেণীর ছাত্রের লেখা একটি চিঠি পাওয়া যায়। তাতে লেখা দু তিন বছর বাদে ফিরব। মানুষের মত মানুষ হয়ে। এব্যাপারে ভদ্রেশ্বর থানায় অভিযোগ দায়ের করেছে ছাত্রের পরিবার। ছাত্রের মা নেই। বাবা মানুষ করছে। পুলিশ গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।