এই মুহূর্তে জেলা

মুখ্যমন্ত্রীর বাড়লো নিরাপত্তা, দায়িত্বে এলেন প্রাক্তন সিবিআই কর্তা।

হাওড়া, ২৫ জুলাই:- ফের বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা। নিরাপত্তার দায়িত্বে এলেন প্রাক্তন সিবিআই কর্তা। সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রেক্ষিতে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কর্নাটক পুলিশের প্রাক্তন ডিজি এবং সিবিআইয়ের প্রাক্তন স্পেশাল ডিরেক্টর রূপক কুমার দত্তকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগের ব্যাপারে সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা হিসেবে তাঁকে কাজে লাগানো হলেও, সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তাঁর নিয়োগে অনুমোদন দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।গত এপ্রিল মাসে রূপক দত্তের নাম প্রস্তাব করে রাজ্যের তরফে রাজভবনে পাঠানো হয়।

মে মাসে রাজ্যপাল সিভি আনন্দ বোস সেই প্রস্তাবে সায় দিয়েছিলেন। সোমবার সেটাই মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে। সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর পদে তিনটি মেয়াদ কাজ করেছেন এই দুঁদে আইপিএস অফিসার। ২০১৭ সালে সিবিআই ডিরেক্টর পদে অন্যতম দাবিদার ছিলেন তিনি। কিন্তু তাঁর পরিবর্তে সিবিআইয়ের ডিরেক্টর করা হয়েছিল অলোক ভার্মাকে। এর পর তার পেরেন্ট ক্যাডারে ফেরত যান এই আইপিএস কর্তা। ২০১৭ সালে ফ্রেব্রুয়ারি মাসে তাঁকে কর্নাটক পুলিশের ডিরেক্টর জেনারেল পদে নিয়োগ করা হয়।মূলত, বাংলার সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা এবং রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়ে মুখ্যমন্ত্রীর দফতরকে পরামর্শ দেবেন রূপক।