হাওড়া, ৯ জুলাই:- ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটলো হাওড়ার জগৎবল্লভপুরে। নির্দল প্রার্থীর বাড়িতে হামলার পাশাপাশি প্রার্থীর ভাইপোর বাড়িতেও আগুন লাগানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতিদের বিরুদ্ধে। জানা গিয়েছে, রবিবার ভোর পাঁচটা নাগাদ বড়গাছিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৪১ নম্বর বুথের নির্দল প্রার্থী শেখ শফিকুল ইসলামের ভাইপোর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতিদের বিরুদ্ধে।
আরও অভিযোগ, শুধু তাই নয়, শনিবার রাত ১২টা নাগাদ ওই নির্দল প্রার্থীর বাড়িতেও হামলা চালিয়েছিল দুষ্কৃতিরা। মহিলাদের কটূক্তি করারও অভিযোগ ওঠে। প্রাণের ভয়ে ওই নির্দল প্রার্থীর বাড়ির সদস্যরা থানায় আশ্রয় নেন। এরপর রবিবার ভোর ৫টা নাগাদ ওই নির্দল প্রার্থীর ভাইপোর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। পুড়ে গিয়েছে দুটি বাইক, বাড়ির বেশ কিছু আসবাবপত্র। পাল্টা অভিযোগ, শনিবার ভোট মিটে গেলে ব্যালট বক্স ছিনতাই করার চেষ্টা চালান ওই নির্দল প্রার্থী এবং তার অনুগামীরা। গোটা ঘটনার তদন্তে নেমেছে জগৎবল্লভপুর থানার পুলিশ।