কলকাতা, ২২ জুন:- আসন্ন পঞ্চায়েত নির্বাচনের গণনা এবার কেন্দ্রীভুত করার সিদ্ধান্ত নিল রাজ্য নির্বাচন কমিশন। এর ফলে এবার পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদ এর গণনা একসঙ্গে হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। আগে এই গণনা আলাদা আলাদা ভাবে সম্পন্ন করা হত। কমিশন সূত্রে খবর কেন্দ্রীভুত গণনা হলে সময় বাঁচবে এবং ফল ঘোষণার প্রক্রিয়াও সহজ হবে।
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন আইনের ২৭ নম্বর ধারা অনুসারে এবার কেন্দ্রীভূত ভাবে ভোট গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সমস্ত জেলাকে এই মর্মে নির্দেশিকা পাঠিয়েছে কমিশন। সমস্ত জেলা নির্বাচনী আধিকারিককে সেভাবেই প্রস্তুতি নিতে বলা হয়েছে। বলা হয়েছে নির্বাচন সম্পূর্ন হওয়ার সঙ্গে সঙ্গে সিল করা ব্যালট বাক্স ও ভোটকেন্দ্রের রেকর্ড কেন্দ্রীভুত ভাবে একটি নির্দিষ্ট জায়গায় জমা করতে হবে। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন আইন ২০০৩ অনুযায়ী এই নির্দেশিকা বলবৎ হবে।