এই মুহূর্তে জেলা

হাওড়ার মুন্সিরহাটে কন্টেইনারের ধাক্কায় মহিলার মৃত্যু।


হাওড়া, ১৪ জানুয়ারি:- হাওড়ার জগৎবল্লভপুরের মুন্সিরহাটে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার। মণিহার খাতুন শেখ নামের বছর তিরিশের ওই মহিলা শুক্রবার সকালে বাড়ি থেকে বেরিয়ে পায়ে হেঁটে কম্বল ফ্যাক্টরিতে কাজে যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময় একটি কন্টেইনার তাকে পেছন থেকে ধাক্কা মেরে পিষে দেয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ। পুলিশ ওই কন্টেনার এবং তার চালককে আটক করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কন্টেইনারটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুর্ঘটনা ঘটে।