হাওড়া, ১৩ জুন:- তীব্র দাবদাহে ১ মাস ১০ দিনের দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে হাওড়ার জগৎবল্লভপুর ব্লক অফিসে মনোনয়ন জমা করলেন নস্করপুর পঞ্চায়েতের ৪৯ নম্বর বুথের প্রার্থী সুচেতনা মণ্ডল। তিনি বলেন, বর্তমানে শিক্ষিতদের বেকার বানিয়ে রেখেছে এই সরকার। আমি নিজেও বিএড করেছি। কিন্তু এখনও চাকরি পাইনি। শিক্ষিত যুবকদের চাকরির দাবীতেই আমার এই লড়াই। এই লড়াইয়ে আমার শিশুও সামিল হয়েছে।
Post Views: 435