কলকাতা, ১২ জুন:- দীর্ঘ বঞ্চনার পর পঞ্চায়েত ভোটের মুখে বাংলার জন্য প্রায় ৯ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, মূলধন খাতে ব্যয়, উন্নয়ন প্রকল্প খাতে অর্থের জোগান ও জনকল্যাণ কর্মসূচিতে কেন্দ্র যাতে অর্থ ব্যয় করতে পারে সে জন্য বরাদ্দ করল। অতীতে দেখা গিয়েছে, কোনও খাতে কেন্দ্র অর্থ বরাদ্দ করলেই রাজ্য বিজেপি কেন্দ্রের দ্বারস্থ হয়েছে। তার পর সেই বরাদ্দ স্থগিত রাখার বা কোনও কারণ দেখিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। যেমন আবাস যোজনা খাতে ৮২০০ কোটি টাকা বরাদ্দ হওয়ার পরও, তা আদতে বাংলা পায়নি। কারণ, তালিকা তৈরির সময় দুর্নীতির কারণ দেখিয়ে তা স্থগিত রাখা হয়েছে। তবে এবার যে খাতে রাজ্যকে ৮৮৯৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তা হল রাজ্যের হকের পাওনা।
কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে যে করগুলি আদায় করে তার একাংশ সেই রাজ্যের পাওনা। সেই খাতে সবকটি রাজ্য মিলিয়ে মোট ১ লক্ষ ১৮ হাজার ২৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আয়তন ও অধিক কর আদায়ের কারণে তার মধ্যে সবচেয়ে বেশি টাকা পেয়েছে উত্তরপ্রদেশ। যোগীর রাজ্য পেয়েছে ২১২১৮ কোটি টাকা। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী মোট কর আদায়ের ৪২ শতাংশ রাজ্যের পাওয়ার কথা। আগে কেন্দ্রীয় অনুদানে চলা প্রকল্পের সংখ্যা বেশি ছিল। পরে পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশে বলা হয়, সবার পায়ের জুতোর মাপ সমান নয়। যে রাজ্যের যেমন চাহিদা সেখানে তেমন উন্নয়ন প্রকল্প রচনার অধিকার ওই রাজ্যের রয়েছে। সুতরাং রাজ্যের হাতে অধিকতর অর্থ দেওয়া হোক। যাতে রাজ্য তার নিজের মতো প্রকল্প তৈরি করে অর্থ বরাদ্দ করতে পারে। মঙ্গলবার ওই খাতেই ৯ হাজার কোটি টাকা বরাদ্দ পেয়েছে বাংলা।