হুগলি, ১জুন:- সম্পত্তি নিয়ে বিবাদ, মামা ভাগ্নার বচসা থেকে হাতাহাতি, বৃদ্ধ মামার অস্বাভাবিক মৃত্যু! ভাগ্নার বিরুদ্ধে খুনের অভিযোগ বৃ্দ্ধের পরিবারের। চুঁচুড়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি রেস্তোরাঁর পাশে বারো কাঠা জমি নিয়ে অশান্তি দীর্ঘদিনের। জমির অংশিদার পাঁচজন। সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমাও হয়েছে। বছর চুয়াত্তরের মুনিকেশ শীল সেই সম্পত্তির একজন অংশিদার। বৃ্দ্ধের বোন নীলিমা সিংহ ভাগ্না সৌমদেব সিংহ ওরফে তরুনেরও অংশ রয়েছে। এই দুই পরিবারের মধ্যে দীর্ঘ দিনের অশান্তি।
মুনিকেশ বাবু পরিবার নিয়ে রামকৃষ্ণ পল্লীতে থাকতেন। আজ বেলার দিকে চুঁচুড়া বাস স্ট্যান্ডের ওই সম্পত্তি যেখানে সাইকেল গ্যারেজ, কয়েকটি দোকান ঘর রয়েছে, সেখানে যান বৃ্দ্ধ। মামা ভাগ্নার মধ্যে নতুন করে বচসা বাধে। অভিযোগ বচসার সময় ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বৃদ্ধকে। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান মৃত্যু হয়েছে। বৃ্দ্ধের ছেলে আদিতেয় নজরুল শীল বৃ্দ্ধের বন্ধু আত্মীয়দের অভিযোগ ভাগ্না হুমকি দিয়েছে এর আগে একাধিকবার।আজ বচসার সময় ধাক্কা মারে। বুকে প্রেস মেকার বসানো ছিল মুনিকেশের। ঘটনার চুঁচুড়া থানায় অভিযোগ জানিয়েছে মৃতের পরিবার। ইমামবাড়া হাসপাতালে মৃতদেহের ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারন স্পস্ট হবে বলে জানিয়েছে পুলিশ।