এই মুহূর্তে কলকাতা

কলকাতা শহরের বুকে এক বিশাল শঙ্খ, ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধনে মুখ্যমন্ত্রী।

কলকাতা, ১৩ এপ্রিল:- কলকাতা পেল এক বিশ্বমানের অডিটোরিয়াম। শহরের বুকে এক বিশাল শঙ্খ। আজ অর্থাত্‍ বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নববর্ষের প্রাক্কালে চোখ ধাঁধানো অডিটোরিয়াম উপহার পেল শহরবাসী। এই অডিটোরিয়াম দিনের আলোয় তুষার-শুভ্র শঙ্খ। রাতে অজস্র আলোর ছটায় চোখ ধাঁধানো মোহময়ী রূপ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৪৪০ কোটি টাকা খরচ করে এই থ্রি টায়ার ইন্ডোর স্টেডিয়াম তৈরি করা হয়েছে। শঙ্খ বা শাঁখের আদলে এই অডিটোরিয়াম তৈরি করা হয়েছে। অডিটোরিয়ামের নকশাটিও পুরোটাই মুখ্যমন্ত্রীর ভাবনা থেকেই নির্মিত। ধনধান্য অডিটোরিয়ামের নির্মাণের দায়িত্ব ছিল পূর্ত দফতরের হাতে। মিনি অডিটোরিয়াম থেকে ব্যাঙ্কোয়েট।

স্ট্রিট থিয়েটার কর্নার থেকে মাল্টিপারপাস হল, ৬ তলার এই বিশাল অডিটোরিয়াম আক্ষরিক অর্থেই জমকালো। পুরো অডিটোরিয়ামটাই লোহার কাঠামো। তার উপর ফ্রান্স থেকে আনা জিঙ্কের চাদর। ৩৩ হাজার রং ফুটে উঠবে আয়ারল্যান্ড থেকে আনা আলো জ্বললেই। ২০১৮ সালে শুরু হয়েছিল অডিটোরিয়ামটি তৈরির কাজ। কিন্তু করোনার জেরে দীর্ঘ দিন কাজ বন্ধ ছিল। আজ সেই অডিটোরিয়ামের উদ্বোধন করলেন মমতা। এই অত্যাধুনিক অডিটোরিয়াম রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে হিডকোকে। অডিটোরিয়ামটি লম্বায় ৫১০ ফুট ও চওড়ায় ২১০ ফুট। রয়েছে ২ হাজার আসন বিশিষ্ট একটি সভাঘর, ৫৪০ সিটের আরও একটি সভাগৃহ। ৩০০ মানুষ বসার একটি স্ট্রিট থিয়েটার। দু’টি ভাগে ২৫০টি গাড়ি একসঙ্গে রাখা যাবে।