কলকাতা, ৯ এপ্রিল:- দুয়ারে সরকার শিবির থেকে মানুষকে দেওয়া পরিষেবার নিরিখে ব্লক ও পুরসভা গুলির রিপোর্ট কার্ড তৈরি করেছে রাজ্য সরকার। সেই রিপোর্ট কার্ড পর্যালোচনায় মাধ্যমে ১০০টি দক্ষ এবং সমান সংখ্যক অদক্ষ ব্লক চিহ্নিত করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। একই পদ্ধতিতে বিভিন্ন পুরসভারও কাজের মূল্যায়ন করা হয়েছে।এই প্রথম এই ধরনের রিপোর্ট কার্ড ব্যবস্থা শুরু হল। কত সময়ের মধ্যে উপভোক্তাদের আবেদনপত্র যাচাই করে সুবিধা প্রদান করা হচ্ছে তার উপর নির্ভর করে বিচার করা হচ্ছে। কাজের গতি বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিষেবা প্রদান নিশ্চিত করতেই এই রিপোর্ট কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
এখনও পর্যন্ত নদীয়ার নাকাশিপারা, বীরভূমের মোহাম্মদ বাজার, হুগলির ধনেখালি, আলিপুরদুয়ারের কালচিনি ব্লক ভালো কাজ করা ব্লক হিসেবে চিহ্নিত হয়েছে। পাশাপাশি পুওর পারফর্মিং ব্লক ও পুরসভাগুলির মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুরের হলদিয়া, হুগলির গোঘাট ১, আলিপুরদুয়ারের ফালাকাটা, হাওড়ার বালি ব্লক ইত্যাদি। পুওর পারফর্মিং ব্লকগুলির কাজ পর্যালোচনা করে দেখা গিয়েছে, এই ব্লকগুলিতে জমা পড়া আবেদনের বেশিরভাগ যাচাইয়ের কাজও শেষ করা যায়নি। এই ব্লকগুলিতে বিশেষ জোর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে মানুষকে সরকারি প্রকল্প পরিষেবার সুযোগ ভালোভাবে পৌঁছে দিতে ১ থেকে ২০ এপ্রিল দুয়ারে সরকার শিবিরের আয়োজন করেছে রাজ্য।সেই কাজে যেন কোনও ফাঁক না থাকে তা নিশ্চিত করতে চাইছে নবান্ন। শিবিরগুলির পারফরম্যান্স যাচাই করতে দুয়ারে সরকার ক্যাম্পের জন্য এবার ‘রিপোর্ট কার্ড’ ব্যবস্থা চালু করল রাজ্য সরকার। এই প্রথম এই ধরনের রিপোর্ট কার্ড ব্যবস্থা শুরু হল।