এই মুহূর্তে কলকাতা

পঞ্চায়েত ভোটে জেলাশাসকের নির্দেশেই ভোটকর্মী ও প্রিজাইডিং অফিসার নিয়োগ করা হবে।


কলকাতা, ২০ মার্চ:- রাজ্যে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে শুধুমাত্র রাজ্য বা কেন্দ্রীয় সরকারি কর্মচারি, পুরকর্মী এবং সরকারি ও সরকারি সহায়তাপ্রাপ্ত স্কুল বা কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা অশিক্ষক কর্মচারিদের ভোটকর্মী হিসাবে নিযুক্ত করা যাবে বলে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে। আসন্ন ও পঞ্চায়েত নির্বাচনে ভোটকর্মী ও আধিকারিক নিয়োগ ও তাঁদের প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে কমিশন একটি বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে জেলা পঞ্চায়েত নির্বাচনী আধিকারিকের নির্দেশেই ভোটকর্মী ও প্রিসাইডিং আধিকারিকদের নিয়োগ করা হবে। জেলাশাসক পঞ্চায়েত নির্বাচনী আধিকারিক হিসাবে কাজ করবেন।

প্রার্থী বা নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের কাউকে ভোটকর্মী হিসাবে যাতে নিয়োগ না করা হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে। যে ব্লক এলাকায় নির্বাচন, সেই অঞ্চলের আবাসিক ঠিকানার কাউকেও ভোটকর্মী দলে রাখা যাবেনা বলে কমিশনের তরফে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। নির্দেশিকায় আরও বলা হয়েছে ইলেকশন ম্যানেজমেন্ট পোর্টালের মাধ্যমে সংশ্লিষ্ট দফতর বা প্রতিষ্ঠান থেকে ভোটকর্মী হওয়ার উপযুক্ত কর্মচারিদের তালিকা পাওয়ার পর যোগ্যপ্রার্থীদের বেছে নিয়ে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। মহকুমা ও ব্লক স্তরে দুদফায় তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।