এই মুহূর্তে কলকাতা

বালি খাদানগুলিকে নিলামের মাধ্যমে ১১০০ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধার্য।


কলকাতা, ১১ মার্চ:- রাজ্য সরকারের নতুন বালি খাদান নীতির আওতায় খাদান গুলিকে নিলামের মাধ্যমে আগামী পাঁচ বছরে ১১০০ কোটি টাকার বেশি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। যা ওই খাদান গুলি থেকে প্রাপ্য রয়ালিটি শেষ ও রাজস্বর থেকে অনেক বেশি। ১১৫৪ হেক্টর এলাকায় বিস্তৃত শতাধিক বালি খাদান নিলাম করার মধ্য দিয়ে এই রাজস্ব আদায় করা হবে বলে রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন। বিধানসভায় আজ দফতরের বাজেট আলোচনার শেষে জবাবী ভাষণে শিল্পমন্ত্রী বলেন ২০২১ এ ওই নতুন বালি খাদান নীতি কার্যকর করার পরে চারটি পর্যায়ে বালি খাদান গুলি নিলাম করে নতুন মাইন ডেভেলপার ও অপারেটরদের বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। খাদান থেকে বালি তুলে নিয়ে যাওয়ার জন্য ৫৭ লক্ষের বেশি ই চালান তৈরি করা হয়েছে। চলতি আর্থিক বছরের শেষে এই খাতে রাজ্য সরকার এই খাতে ৪০০ কোটি টাকার বেশি আয় করবে বলে মন্ত্রী জানিয়েছেন।

তিনি বলেন রাজ্য সরকারের এই নতুন বালিখাদার নীতি পরিবেশ বান্ধব এবং ভাঙ্গন প্রবণ নদী উপত্যকাকে রক্ষা করতেও সহায়ক ভূমিকা পালন করছে। রাজ্য সরকারের নতুন খনিজ নীতির সাফল্য তুলে ধরে শিল্পমন্ত্রী জানান,রাজ্যে নতুন ১৫৯ টি খনিজ প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। কোল বেড মিথেন উত্তোলন করে ৭৭ কোটি টাকার বেশি রাজস্ব আদায় করা গেছে।কয়লায় ১৪ কোটি টাকার বেশি রয়ালটি এবং প্রায় ১৮০০ কোটি টাকার বেশি সেস আদায় হয়েছে। এর আগে বাজেট আলোচনায় অংশ নিয়ে বিজেপির অম্বিকা রায়, মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষ প্রমূখ রাজ্য সরকারের শিল্পনীতির কড়া সমালোচনা করেন। অম্বিকা বাবু বলেন, শিল্পক্ষেত্রে মাত্র ১৪০০ কোটি টাকা বরাদ্দের মাধ্যমে সরকার বুঝিয়ে দিয়েছে শিল্পকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষকদের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে জমি অধিগ্রহণের জন্য একটি জমি অধিগ্রহণ নীতি রাজ্য সরকার আজও তৈরি করতে পারেনি কেন, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। আলোচনার শেষে শিল্প দপ্তরের বাজেট প্রস্তাবটি সভায় ধ্বনি ভোটে গৃহীত হয়।