এই মুহূর্তে কলকাতা

সাগরদিঘীতে পরাজয়ের কারণ হিসেবে বিরোধী দলের আঁতাতকেই দায়ী করছে শাসক দল।

কলকাতা, ১০ মার্চ:- তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদের সাগরদিঘি উপনির্বাচনে দলের পরাজয়ের কারণ হিসাবে মূলত কংগ্রেস, বাম এবং বিজেপির মধ্যে অনৈতিক আঁতাত কে দায়ী করেছে। নির্বাচনে হারের পর্যালোচনা করতে দলের গঠিত পাঁচ সদস্যের কমিটি যে রিপোর্ট তৈরি করেছে সেখানে এই তথ্য উঠে এসেছে। এছাড়া সংখ্যালঘু ভোট ভাগ হওয়া, দলের একাংশের কর্মীদের নিষ্ক্রিয়তাকে সহ ২৫ টি কারণকে হারের জন্য ওই রিপোর্টে দায়ী করা হয়েছে। কমিটির সদস্য তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, তৃণমূল কংগ্রেসের সব অংশের কর্মীরা সাগরদীঘির ভোটে সমানভাবে অংশ নেয়নি তা পরিষ্কার।

গোষ্ঠী কোন্দলের জেরে একাংশের কর্মী নিষ্ক্রিয় থেকেছেন।পাশাপাশি, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কেও মানুষের মধ্যে যথাযথ ভাবে প্রচার করা হয়নি। দলীয় প্রার্থীর ভূমিকাও খতিয়ে দেখা হয়েছে। ইতিমধ্যেই কমিটি তাদের রিপোর্ট চূড়ান্ত করেছে।আগামী দুদিনের মধ্যে তা মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।