এই মুহূর্তে কলকাতা

ব্যাংক নির্ভর প্রকল্প গুলিকে সমবায় ব্যাংক নির্ভর করার চেষ্টা রাজ্যের।

কলকাতা, ৭ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার সমবায় ব্যাঙ্কগুলিকে নতুন করে স্বনির্ভর করে তুলতে উদ্যোগী হয়েছে। এজন্য প্রাথমিক কৃষি ঋণদান সমিতির আর্থিক কার্যকলাপ বাড়ানোর পাশাপাশি রাজ্যের ব্যাঙ্ক নির্ভরশীল প্রকল্পগুলি যাতে সমবায় ব্যাঙ্ক নির্ভর হয়ে ওঠে তার চেষ্টা চালিয়ে যেতে হবে বলে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী আজ নবান্ন থেকে পঞ্চায়েত, সমবায় স্বনির্ভরসহ গ্রামোন্নয়নের সঙ্গে যুক্ত সব দপ্তরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জেলাশাসকরা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। প্রশাসনিক সূত্রে খবর রাজ্যে বর্তমানে প্রায় আড়াই হাজার প্রাথমিক কৃষি ঋণদান সমিতি রয়েছে। প্রত্যেকটি সমিতির কাজকর্ম কম্পিউটার নির্ভর করে তোলার ওপর জোর দেওয়া হয়েছে।

যাতে এরা ব্যাঙ্কের মত করতে পারে। সমবায় ব্যাঙ্কগুলিকে স্বনির্ভর করে তুলতে জেলাশাসকদের নিয়ে ইতিমধ্যেই কমিটি গঠন করা হয়েছে। এই কাজে ওই কমিটিকে আরও সক্রিয় হতে বলেছেন মুখ্যসচিব। অন্যদিকে গ্রামোন্নয়নে যে সমস্ত প্রকল্পের কাজ এখনও চলছে, তা দ্রুত শেষ করতে বলা হয়েছে। সরকার গ্রামীন রাস্তা নির্মানের জন্য ২ থেকে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। এই টাকায় যে সব রাস্তা তৈরি হবে তার গুণমান যাতে ভাল হয় তা দেখতে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। চলতি সমস্ত প্রকল্পের বকেয়া কাজ মার্চের মধ্যে শেষ করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যালয়ের কাছাকাছি থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকে অন্যত্র স্থানান্তরিত করতেও বলা হয়েছে।