এই মুহূর্তে জেলা

বিদ্যুতের কর্মীদের ঘিরে বিক্ষোভ হুগলির দেবানন্দপুরে।

হুগলি, ৪ ফেব্রুয়ারি:- হুগলির দেবানন্দপুর বিশালক্ষীতলায় বিদ্যুতের ত্রুটির ফলে ক্ষয়ক্ষতি হলো ওই অঞ্চলের ২০টি থেকে ২৫টি বাড়ি সহ দোকানে বৈদ্যুতিক সরঞ্জামের। তার ফলে অঞ্চলের বাসিন্দারা বিদ্যুতের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায় এবং ঘন্টাখানে আটক করে রাখে। বিভিন্ন দামি বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হওয়ার ফলে এলাকার মানুষরা বিক্ষোভ দেখাতে থাকে।

ঘটনাস্থলে বিদ্যুৎ কর্মীরা পরিস্থিতি ঠিক করতে এলে এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখান সহ তাদের ক্ষতিপূরণ দাবি করেন। বিদ্যুৎ কর্মীরা জানান কিছু বৈদ্যুতিক ত্রুটির ফলে এই ক্ষয়ক্ষতি হয়েছে। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বিষয়টি। ওই অঞ্চলের বাসিন্দারা শেষে বিদ্যুতের কর্মীদের দিয়ে সত্যি যে তাদের বৈদ্যুতিক ত্রুটির ফলে ক্ষয়ক্ষতি হয়েছে তা লিখিয়ে নেন।