উঃ২৪পরগনা, ৩০ জানুয়ারি:- দক্ষিণেশ্বর বস্তি উচ্ছেদকে ঘিরে ধুন্ধুমার। কামারহাটি পৌরসভার অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণেশ্বর রেল লাইন সংলগ্ন বস্তি উচ্ছেদ করতে আসে রেলের আধিকারিকরা। এই নিয়ে পঞ্চমবার আধিকারিকরা এসে এই দক্ষিণেশ্বর রেল বস্তি উচ্ছেদ করতে সচেষ্ট হয়। এখানে প্রায় ৪০০ পরিবারের বসবাস। কেউ ১৫-২০ বছর কেউবা তারও বেশি দিন ধরে দক্ষিণেশ্বরের এই রেল স্টেশন সংলগ্ন বসতি এলাকায় বসবাস করছে। কিন্তু বারংবার এইভাবে তাদের এখান থেকে উচ্ছেদ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যা ঘিরে রীতিমত এই এলাকার বাসিন্দারা আতঙ্কিত। আজও ফের একই চিত্র ধরা পরল এলাকায়। কোনভাবে তারা পুনর্বাসন না দিয়ে এই রেল বস্তি উচ্ছেদ করতে দেবে না। এমনটাই দাবি করছে এলাকার বাসিন্দারা।
পঞ্চম বার দক্ষিণেশ্বর স্থানীয় মানুষরা একজোট হয়ে রেল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি তাদের যতক্ষণ না পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই এলাকা থেকে সরতে নারাজ। এমনকি একটি নোটিশ জারি করা হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে আগামী ২৯ শে জানুয়ারির মধ্যে অবৈধভাবে দখল করে থাকা এই রেল বস্তি এলাকা ফাঁকা না করে দিলে আগামী ত্রিশে জানুয়ারি অর্থাৎ আজকের মধ্যে রেল কর্তৃপক্ষ এলাকা থেকে তাদের উচ্ছেদ করে দেবে। তবে এমন কোনো নোটিশে কোথাও রেল কর্তৃপক্ষের কোন সই কিংবা স্টাম্প কোনটাই নেই। একটি সরকারি বিজ্ঞপ্তি কোন সই বা স্ট্যাম্প ছাড়া কিভাবে জারি করা হলো। তবে কে দিল এই নোটিশ। এই নিয়ে এখন উঠছে প্রশ্ন।