এই মুহূর্তে জেলা

বিশ্বকাপ জয়ের আনন্দে মেতে উঠেছে হাওড়াও, হৃষিতার পাড়ায় অকাল দেওয়ালি।

হাওড়া, ২৯ জানুয়ারি:- অনুর্ধ-১৯ মহিলাদের বিশ্বকাপ ফাইনালে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার খবরে এখন গোটা দেশজুড়েই উচ্ছ্বাস। দলের নির্ভরযোগ্য খেলোয়াড় হাওড়ার হৃষিতা বসুর বাড়িতেও এখন বাঁধভাঙা উল্লাস। বিশ্বকাপ জয়ের আনন্দে মেতে উঠেছে পরিবার থেকে পাড়া-প্রতিবেশীরা। চলছে মিষ্টিমুখ। বাড়ির সামনে আনন্দে বাজি পোড়ানো চলছে। হৃষিতা বসু অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপ ক্রিকেট দলের সদস্যা

এবং দলের উইকেটরক্ষক ব্যাটার। এলআরএস অ্যাকাডেমির ক্রিকেটার হৃষিতা। মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে রবিবার মুখোমুখি হয় ভারত বনাম ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়েছে ভারতের মেয়েরা। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করেছে আইসিসি। হাওড়ার বালিটিকুরী বিবেকানন্দ পল্লীর মেয়ে হৃষিতা বসু হাওড়া সেন্ট থমাস স্কুলের নবম শ্রেণীর ছাত্রী।