এই মুহূর্তে খেলাধুলা

পাপাকে প্রস্তাব ইস্টবেঙ্গলের। আই,এস,এল খেলা হচ্ছে ধরে নিয়ে  দল গোছাতে শুরু করে দিলো লাল হলুদ কর্তারা।

অঞ্জন চট্টোপাধ্যায়,২১ মার্চ;-  পরের বছর আদৌ ইস্টবেঙ্গল ক্লাব আই,এস,এল খেলবে কিনা তা জানা নেই। তবে আই,এস,এল খেলা হচ্ছে ধরে নিয়ে  দল গোছাতে শুরু করে দিলো লাল হলুদ কর্তারা। সূত্রের খবর মোহনবাগানের এবারের গোলমেশিন সেনেগালের পাপা বাবাকর দিওয়ারাকে প্রস্তাব দিচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব। তবে ইস্টবেঙ্গল ক্লাবের প্রথম পছন্দ ছিল চেন্নাই এফসির মেরিয়ান ভাপসে। কিন্তু তার দর প্রায় ৩.৫ কোটি টাকা। সেকারণে তার প্রায় অর্ধেক দামে পাপাকে চান লাল হলুদ কর্তারা। কথাবার্তা অনেকদূর এগিয়ে গেছে। এটিকেতে রয় কৃষ্ণ, ডেভিড রবার্টসনদের মতো স্ট্রাইকার থাকায় পরের মরসুমে এটিকে-মোহনবাগানে থাকার কোনো সম্ভবনাই এহ সেনেগাল ফুটবলারের। সেকারণে অন্য ক্লাবের জন্য ঘর গোছানো শুরু করছেন পাপা। তবে তার এজেন্ট জানিয়েছে শুধু ভারতীয় ক্লাব নয় অনেক হউরোপিয়ান ক্লাবে খেলার প্রস্তাবওরয়েছে এই
বিশ্বকাপারের। এখন শধু দেখার মোহনবাগানের মতো ইস্টবেঙ্গলও পাপাকে নিয়ে কোনো ম্যাজিক দেখাতে পারে কিনা।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.