হুগলি, ১৮ জানুয়ারি:- বাংলায় এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। প্রথম দিনেই তিনি উপস্থিত হন হুগলিতে। এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ চুঁচুড়ার কাপাসডাঙ্গায় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক দীপাঞ্জন গুহর বাড়িতে পৌঁছন। গোটা এলাকা নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলে পুলিশ। বিশাল কনভয় থামতেই একটি গাড়ি থেকে নামেন সঙ্ঘ প্রধান। সোজা ঢুকে পড়েন দীপাঞ্জনের বাড়িতে। সাংবাদিকরাও ভাগবতের কাছাকাছি পৌঁছাতে পারেননি।
দুপুর সওয়া একটা নাগাদ সেখান থেকে বেরলে চকবাজার কাঠঘরা লেনে সঙ্ঘ নিবাসের দিকে রওনা দেয় মোহনের কনভয়। মিনিট পাঁচেকের মধ্যেই সেখানে পৌঁছে যান তিনি। অত্যন্ত ঘিঞ্জি এলাকায় সেই নিবাস। সেখানে বিজেপির রাজ্য নেতা স্বপন পাল উপস্থিত হন। কিন্তু সামান্য সময় পরেই তিনি নিবাস থেকে বেরিয়ে যান। এদিন দীপাঞ্জন গুহকেও নিবাসের বাইরে ছোটাছুটি করতে দেখা যায়। তবে কেউ এ বিষয়ে মুখ খোলেননি।








