হুগলি , ২১ মার্চ:- বিশ্ব জুড়ে করোনার থাবা,বাদ যায়নি আমাদের রাজ্যে। করোনার জন্য যে ভাবে মাক্স কালোবাজারি হচ্ছে।তাতে গরিব মানুষ কিনতে পাচ্ছে না।তাঁর জন্য ডানকুনি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণেন্দু মিত্রের উদ্যোগে করোনা মোকাবিলায় মাক্স তৈরি করার কাজ চালু হলো। এলাকায় মহিলারা কাউন্সিলরের ডাকে সাড়া দিয়ে বিনামূল্যে এই মাক্স তৈরি করার কাজ করছেন। প্রায় ৫ হাজার মাক্স এখন তৈরি করা হবে। আগামী দিনে আরো বানানোর চেষ্টা করবে তারা । তুহিনা ব্যানার্জি বলেন গরিবের জন্য কেউ নেই কিন্তু আমাদের কাউন্সিলর কৃষ্ণেন্দু দা সব সময় এগিয়ে আসেন।আজ এই বিপর্যয়ের মুখে আমাদের কাউন্সিলর এই উদ্যোগ নেওয়ায় আমরা ভীষণ খুশি।একটি মাক্স বিক্রি হওয়া উচিত ২০ থেকে ৩০ টাকা কিন্তু যে ভাবে কালোবাজারি হচ্ছে তাঁর জন্য আমরা বিনা পয়সায় দেবো সাধারণ মানুষ কে।









