হুগলি, ৭ জানুয়ারি:- প্রায় প্রতিদিনই নতুন নতুন প্রতারণার ছক কষে অনলাইন প্রতারণা চক্র। এবার চুঁচুড়া স্টেশন রোড এলাকায় এমনই অভিনব কায়দায় প্রতারণার ঘটনা ঘটল। চুঁচুড়া স্টেশন সংলগ্ন বিনয় পল্লীর বাসিন্দা গৃহবধু মনা বাড়ুইকে জিও কোম্পনীর নাম করে ফোন করে বলা হয় আপনি ২৫ হাজার ৫০০ টাকার লটারি জিতেছেন। প্রতারক বলে যে দোকানে মোবাইল রিচার্জ করেন সেখানে গিয়ে তাকে ভাই বলে দোকান দারের সঙ্গে কথা বলিয়ে দিতে। প্রতারক বলে দেবে তারপর টাকা পেয়ে যাবেন দোকানদারের থেকে।
গৃহবধু সেই মত চুঁচুড়া স্টেশন রোডের একটি দোকানে গিয়ে ফোন ধরিয়ে দেন। দোকানি আর প্রতারকের কিছুক্ষণ কথা হওয়ার পর দোকানদার বলেন ২৫ হাজার ৫০০ টাকা পাঠিয়ে দিয়েছেন। আরো ২০ হাজার টাকার পাঠাতে বলছে কিন্তু তার এ্যাকাউন্টে আর টাকা নেই। গৃহবধু অবাক হয়ে বলেন, টাকা তো তার পাওয়ার কথা! তিনি দোকানদার কে টাকা দিতে অস্বীকার করেন। দোকানদার চুঁচুড়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ ডেকে পাঠায় গৃহবধু ও তার স্বামীকে। জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করে।