এই মুহূর্তে জেলা

বড়দিনের প্রাক্কালে সান্তাক্লজের টুপি পড়িয়ে সাফাই কর্মীদের সম্মান জ্ঞাপন।

হাওড়া, ২৩ ডিসেম্বর:- বড়দিনের প্রাক্কালে সাফাই বিভাগের কর্মীদের সম্মান জানালেন যুব তৃণমূল কর্মীরা। দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে শুক্রবার ভোরে দক্ষিণ হাওড়ার বিভিন্ন এলাকায় ঘুরে এলাকার সাফাই কর্মীদের সান্তাক্লজের টুপি পরিয়ে ও হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে ওঁদের সন্মানিত করা হয়।

দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রিতম দাস জানান, যারা প্রতিনিয়ত পরিবেশের আর্বজনার স্তূপ শোধিত করে সর্বদা মানুষের স্বার্থে কাজ করে পরিবেশ ও মানুষের কাছে স্বচ্ছতার উপহার তুলে দেন তাদেরকে জনগণের সান্তা হিসেবে চিহ্নিত করে এদিন আমরা এক অভিনব কর্মসূচি পালন করলাম।