সুদীপ দাস, ১৭ ডিসেম্বর:- পুকুর ভরাট করা নিয়ে কাউন্সিলরের সামনেই হাতাহাতির অভিযোগ চুঁচুড়ায়। শনিবার সকালে হাতাহাতির অভিযোগ চুঁচুড়া খাদিনামোড়ের কাছে ধরমপুর আয়কর অফিসের পিছন দিকে। আয়কর অফুসের পিছনে একটি প্রাচীন পুকুর ভরাট চলছিল এদিন প্রকাশ্য দিবালোকে।
সেই পুকুর ভরাটে বাধা দিতে গিয়েই বর্তমান পুকুর মালিকের সাথে স্থানীয়রা হাতাহাতিতে জড়ায় বলে অভিযোগ। অভিযোগ সে সময় স্থানীয় কাউন্সিলর উপস্থিত ছিলেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেন। আগামী সোমবার পর্যন্ত পুকুর ভরাটে স্থগিতাদেশ দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।