হুগলি, ১৭ ডিসেম্বর:- বিজেপির এস সি মোর্চার সভাপতির বাড়ীতে আগুন, ঘটনা হুগলির শ্রীরামপুর সিমলা মন্ডলপাড়া এলাকায়। শুক্রবার গভীর রাতে তার বাড়ির বাইরের অংশে আগুন লাগে। কিভাবে আগুন লাগল বা কারা আগুন লাগালো তা নিয়ে নির্দিষ্ট করে কিছু বলতে না পরলেও একদা সিপিএম কর্মী বর্তমানে বিজেপি নেতা, প্রবীর বৈদ্যর দাবী স্থানীয় পঞ্চায়েত প্রধান তার দলবল দিয়ে এই কাজ করিয়েছে।
যদিও কোন শত্রুতার জেরে লাগানোর মত ঘটনা তা স্পষ্ট নয়। বিজেপির অন্য নেতাদের মতে আগামী পঞ্চায়েত ভোটে এই এলাকায় প্রার্থী হওয়ার কথা প্রবীর বাবুর। তাই তৃণমূলের আক্রোশ। যদিও চাঁপদানির বিধায়ক তৃণমূলের অরিন্দম গুইনের দাবী, ওই জমি নিয়ে পারিবারিক বিবাদ রয়েছে প্রবীর বৈদ্যর নিজেদের পরিবারের মধ্যেই। তৃণমূল কে এই এলাকায় বেগ দিতে পারেন এমন কেউ নেই। নিজেই প্রচারে আসতে এখন তৃণমূল কে আক্রমণ করছেন প্রবীর বৈদ্য।