কলকাতা, ১৬ ডিসেম্বর:- এগিয়ে আসছে বড়দিন। করোনার দুবছর পেরিয়ে এবছর ফের জাঁকজমক সহকারে আয়োজন করা হবে কলকাতা খ্রিস্টমাস ফেস্টিভ্যাল। ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি যীশু খ্রিস্টের জন্মদিন থেকে নতুন বছরের সূচনা জুড়ে সেজে ওঠে পার্ক স্ট্রিট। প্রতিবছর সেই উৎসব উপলক্ষ্যেই আয়োজন করা হয় বড়দিনের উৎসবের। এবারে কলকাতা খ্রিস্টমাস ফেস্টিভ্যালের উদ্বোধন হবে আগামী ২১ ডিসেম্বর। আর এই উৎসবের শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এবিষয় নিয়েই সাংবাদিক বৈঠক করেন পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়। উপস্থিত ছিলেন কলকাতা পুরনিগমের আধকারিকরাও। এদিন তিনি বলেন, মুখ্যমন্ত্রী নিজে এই অনুষ্ঠানে বিশেষ ভাবে আন্তরিক সাহায্য করেন। মুখ্যমন্ত্রীর সুরেই বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার’। মন্ত্রী জানিয়েছেন, আগামী ২১ ডিসেম্বর বিকেল সড়ে ৪টার সময় অ্যালেন পার্কে কেসিএফের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
কলকাতা পুরনিগমের ব্যবস্থাপনায় এই উৎসব চলবে ২১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। সেজে উঠবে পার্কস্ট্রিট, অ্যালেন পার্ক, সেন্ট ক্যাথিড্রাল চত্ত্বর এবং সংলগ্ন এলাকা। উৎসবের উদ্বোধনের দিনেই অ্যালেন পার্ক থেকে ভার্চুয়ালি পার্কস্ট্রিট চত্ত্বরে আলোকসজ্জার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। বাবুল জানিয়েছেন, সমস্ত আয়োজনে এগিয়ে এসেছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর। পর্যটন মন্ত্রী বলেন, ক্যামাক স্ট্রিটে ২১-২৩ তারিখ পর্যন্ত থাকছে ‘মিউজিক্যাল প্রোগ্রাম’। তিনি বলেন, আগামী ২৪ এবং ২৫ ডিসেম্বর ছাড়া উৎসবের প্রতিদিনেই আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। তিনি বলেন, শুধু কলকাতা নয় দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, বিধাননগর, ব্যারাকপুর, বারুইপুর, ব্যান্ডেল, চন্দননগর, কৃষ্ণনগর, আসানসোল, ঝাড়গ্রামের খ্রিস্টমাস উৎসবের উদ্বোধন হবে ২১ ডিসেম্বর। সেই উৎসব চলবে ১ জানুয়ারি পর্যন্ত।আর শিশুদের মন ভোলাতে থাকছে সান্তাক্লজ। তবে একজন নয়, থাকছেন অনেক সান্তা। উৎসব চত্বর জুড়ে তাঁরা বিলোবেন চকলেট, কেক।