এই মুহূর্তে জেলা

তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের বিরুদ্ধে এবার ‘চোর’ পোস্টার হাওড়ায়।

হাওড়া, ১৪ ডিসেম্বর:- ডোমজুড়ের তৃণমূল বিধায়ক তথা হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষের বিরুদ্ধে এবার ‘চোর’ পোস্টার পড়লো হাওড়ার সলপে। ব্যানারে লেখা, ‘অলি গলি মে শোর হ্যায়, কল্যাণ ঘোষ চোর হ্যায়’। যা নিয়ে হাওড়ায় ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো। বুধবার সকালে ডোমজুড়ের সলপ বাজার এলাকায় স্থানীয় তৃণমূল বিধায়ক এবং হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষের বিরুদ্ধে একাধিক নীল সাদা ব্যানার দেখা যায়। ওই ব্যানারে কল্যাণ ঘোষকে সরাসরি চোর, ধান্দাবাজ, চিটিংবাজ এবং তোলাবাজ বলে আখ্যা দেওয়া হয়। ব্যানারের নিচে লেখা আছে তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। একই ধরনের ব্যানার দেখা গেছে ডোমজুড়ের ডাঁসি এলাকাতেও। স্বাভাবিকভাবেই পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনায় শাসক শিবির অস্বস্তিতে।