এই মুহূর্তে জেলা

হাওড়ার কারখানায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের।

হাওড়া, ১ ডিসেম্বর:- হাওড়া রামকৃষ্ণপুর গঙ্গার ঘাট এলাকায় একটি কারখানায় অভিযান চালালো রাজ্য এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। এখানে নকল লুব্রিকেন্ট অয়েল তৈরি করা হতো বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে কন্টেনার ভর্তি নকল লুব্রিকেন্ট অয়েল আটক করা হয়। রাজ্য এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ইন্সপেক্টর রাজেন্দ্র মিত্র জানান এই কারখানায় প্ল্যান্ট বানিয়ে লুব্রিকেন্ট বানানো হতো। এবং এই কাজে ইউরিয়া ব্যবহার করা হতো যা অত্যন্ত ক্ষতিকর।গাড়িতে এই অয়েল ব্যবহার করলে গাড়ির ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হয়।

এই ঘটনায় কারখানার ম্যানেজার ও একজন গাড়ি চালককে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান এখানে বিভিন্ন নামি কোম্পানির নকল লুব্রিকেন্ট বানানো হতো। যে কোম্পানিগুলোর সাথে এই কারখানার কোনও যোগসূত্রই ছিলনা। ধৃতদের জিজ্ঞাসবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে কোথায় এই নকল লুব্রিকেন্ট পাঠানো হতো। খোলা বাজারে কোথায় এগুলো বিক্রি হতো তা জানার চেষ্টা চলছে। সেখানেও তল্লাশি চালানো হবে।এই কারখানা থেকে ২৩৫টি নকল লুব্রিকেন্ট অয়েল ভর্তি কন্টেনার ও প্রচুর খালি কন্টেনার বাজেয়াপ্ত করা হয়েছে। কারখানাটি সিল করে দেওয়া হয়েছে।