হুগলি, ৬ নভেম্বর:- সোমবার সকালে বৈদ্যবাটি পৌরসভার ১০-১১ এবং কুড়ি নম্বর ওয়ার্ডের নেতাজি স্কুল বাজারে প্লাস্টিক বর্জন-কর্মসূচি অভিযান অনুষ্ঠিত হয়। ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষের নেতৃত্বে এই অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর সদস্য শুভাশিস জোয়ারদার পৌর সদস্য হরিপদ পাল সহ পৌরসভার বিভিন্ন আধিকারিকারা। এদিন তারা বাজারের বিভিন্ন দোকানদার এবং ক্রেতাদের কাছে গিয়ে আবেদন করেন যা আপনারা এই প্লাস্টিক এর ভয়াবহতা উপলব্ধি করুন কারণ এর ফলে যেভাবে ড্রেন এবং নালাগুলো বন্ধ হয়ে যাচ্ছে যা সমাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক এবং এর জন্যই নানাবিধ অসুখ ছড়িয়ে পড়ছে সমাজে।
আপনারা নিজেদের পরিবার নিজেদের পাড়া নিজেদের সমাজকে আগামী দিনে নির্মল রাখতে এবং এখানকার মানুষদের সুস্থ রাখতে রাখতে এই বিষয়টার ওপর নজর দিন, এবং একজন সুনাগরিক হিসেবে এটা আমাদের কর্তব্য। আজকের এই নরমে গরমে অভিযানে বারবার আবেদন সত্ত্বেও কর্ণপাত না করার কারণে বেশ কয়েক জন কে ঘটনাস্থলেই ফাইন করা হয়, এর সঙ্গে সঙ্গে যারা পুরসভার নির্দেশ মেনে কাজ করছেন তাদের তাদের পুরস্কৃতও করা হয়। এদিনের এই অভিযানকে ঘিরে স্থানীয় মানুষের মধ্য ব্যাপক উৎসাহ দেখা দেয় তাদেরও বক্তব্য আমাদের সমাজকে এবং আগামী দিনের প্রজন্মকে রক্ষা করতে গেলে প্লাস্টিক থার্মোকল আমাদের বর্জন করতেই হবে।