হুগলি,১৪ মার্চ :- সিনেমায় অভিনয়ের সুযোগের নামে টাকা নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ভূয়ো রাজ চক্রবর্তী। ঘটনার ন’দিনের মাথায় গ্রেপ্তার করা হলো তাকে। ঘটনাপ্রসঙ্গে জানা যায় মধ্যমগ্রামের বাসিন্দা অর্পিতা দাসের সাথে বাংলা সিনেমার নামজাদা প্রযোজক রাজ চক্রবর্তীর নাম করে ফেসবুক চ্যাটে যোগাযোগ হয় এক যুবকের। অর্পিতা দাসের কিশোরী মেয়েকে সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেবে বলে জানায় ভুয়ো রাজ চক্রবর্তী। অর্পিতাদেবী সাতপাছ না ভেবে প্রতারকের কথা মতো গত ৫ই মার্চ চুঁচুড়া কোর্ট বারান্দায় এসে ৫৫ হাজার টাকা তুলে দেয় ওই যুবককে। তারপরই চম্পট দেয় প্রতারক। পরে বুঝতে পেরে সেদিনই চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করে অর্পিতা দেবী। পুলিশ সেই ঘটনার তদন্তে নেমে বর্ধমান জেলার মেমারি থেকে ভূয়ো রাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায় তার নাম সুভাষ দাস(২৮)। সে রাজ চক্রবর্তীর নাম করে ইতিমধ্যেই বহু মহিলাকে সিনেমায় নামার প্রলোভন দেখিয়েছে। সুভাষের কাছ থেকে দুটি স্মার্ট ফোন ও বহু সিম কার্ড এবং নগদ ২০,৫০০ টাকা উদ্ধার হয়েছে। অর্পিতা দেবী পুলিশের ভূয়সী প্রশংসা করেন।