কলকাতা, ২৮ সেপ্টেম্বর:- সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র গুলির বকেয়া বিদ্যুৎ বিল দ্রুত মিটিয়ে দিতে রাজ্যের স্বাস্থ্য দফতর জেলার স্বাস্থ্য অধিকর্তাদের নির্দেশ দিয়েছে। সম্প্রতি রাজ্য বিদ্যুৎ পর্ষদ বকেয়া ৪১ কোটি টাকার বিদ্যুৎ বিল মিটিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে স্বাস্থ্য দফতরকে চিঠি দেয়। তার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে।
জানা গেছে জেলা গুলির মধ্যে সব থেকে বেশি দার্জিলিং এর স্বাস্থ্য প্রতিষ্ঠান গুলির বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। তাদের বকেয়ার পরিমাণ প্রায় ১৪ কোটি টাকা। দ্বিতীয় স্থানে থাকা নদীয়া জেলায় এই বকেয়ার পরিমাণ ৪ কোটি টাকা। এছাড়া পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ,পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনার মত জেলাগুলিতেও এক কোটি টাকার কাছাকাছি বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে বলে জানা গেছে।