কলকাতা, ১২ সেপ্টেম্বর:- প্রতিশ্রুতি পূরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার কারিগরি শিক্ষা দফতরের মাধ্যমে বিভিন্ন শিল্প ক্ষেত্রের প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দেবেন তিনি। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে এই ধরনের দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত ১২০০০ প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।
পাশাপাশি রাজ্যে শিল্পের বর্তমান পরিস্থিতি ও কর্মসংস্থানের সম্ভাবনা নিয়েও তিনি অনুষ্ঠানে কথা বলবেন বলে মনে করা হচ্ছে। এই অনুষ্ঠানের পরেই মুখ্যমন্ত্রী চারদিনের সফরে দুই মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। একাধিক কর্মসূচির মধ্যে সেখানেও তার চাকরি মেলার অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।