হাওড়া, ২১ জুলাই:- মালিপাঁচঘড়া থানার বিষ মদ-কাণ্ডে অসুস্থদের দেখতে বৃহস্পতিবার দুপুরে হাওড়ার টি এল জয়সোয়াল হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি কথা বলেন হাসপাতালে ভর্তি থাকা অসুস্থদের সঙ্গে। সেদিন কি ঘটনা ঘটেছিল তা সবিস্তারে জানেন তাঁদের থেকে। এরপর হাসপাতাল সুপারের সঙ্গেও কথা বলেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এটি একটি গণহত্যা।
রাজ্য সরকার গোটা বিষয়টিকে ধামাচাপা দেবার চেষ্টা করছে। এই বিষ মদ ব্যবসা থেকে একটা পার্সেন্টেজ পায় শাসক দল। সেই ক্ষেত্রে লাভের পরিমাণ বাড়ানোর জন্য বিষ মদে ব্যবসায়ীরা বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক মেশায়। যার কারণেই এমন ঘটনা ঘটছে। এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। প্রয়োজনে রাজ্য বিজেপি আইনগত পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন তিনি।