এই মুহূর্তে জেলা

রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা , ভাঙচুর নার্সিংহোমে।

হাওড়া, ৭ জুলাই:- রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা। চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগে ভাঙচুর নার্সিংহোমে। ঘটনাস্থলে আসে পুলিশ। হাওড়ার বাঁকড়া এলাকার ঘটনা। জানা গেছে, হাওড়ার জগাছা উনসানি এলাকার বাসিন্দা মিনার বেগম (৪০), দিন পনেরো আগে বাঁকড়া এলাকার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। তাঁর জরায়ুতে টিউমার হয়েছিল।দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। এরপর চিকিৎসকদের পরামর্শ মতো ওই নার্সিংহোমে তিনি ভর্তি হন।

সেখানেই তাঁর অস্ত্রপচার হয়।কিছুদিন পর ছাড়া পেলেও তিনি সুস্থ হননি বলে অভিযোগ। তাঁর বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়।গতকাল তিনি আবার ভর্তি হন ওই নার্সিংহোমে। আজ সকালে তাঁর মৃত্যু হয়।পরিবারের লোকেদের অভিযোগ চিকিৎসার গাফিলতির জন্য মৃত্যু হয়েছে মিনারা বেগমের। এরপরই উত্তেজিত পরিবারের লোকজন নার্সিংহোমে ভাঙচুর চালান। তালা মেরে দেন গেটে। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।