কলকাতা, ২১ জুন:- রাজ্যে সংস্কৃত শিক্ষার উৎকর্ষ ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একথা জানিয়েছেন।তিনি জানান প্রাচীন ভারতের শিক্ষা বিস্তারের অন্যতম পীঠ স্থান নবদ্বীপে সংস্কৃত বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হচ্ছে। তার কাজ শেষ পর্যায়ে রয়েছে। পাশাপাশি কোচবিহার সহ রাজ্যের বেশ কিছু জেলায় সংস্কৃত টোল ছিল। যা মহাবিদ্যালয় নামে পরিচিত। সরকারের ধাপে ধাপে তা আবার চালু করার পরিকল্পনা রয়েছে। সেগুলিকে সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের আওতায় নিয়ে আসা হবে।
বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো সাঁওতালি ভাষাভাষি মানুষের জন্য তাঁর এলাকায় একটি স্কুল গড়ে তোলার জন্য শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানান। জবাবে ব্রাত্য বসু বলেন, ভাষার অস্মিতার বিষয়ে সরকার খুবই সংবেদনশীল।সাঁওতালি ভাষাভাষি মানুষ থাকেন সেইসব এলাকায় সংশ্লিষ্ট ভাষায় শিক্ষাদানের জন্য বহু স্কুল খোলা হচ্ছে। পুরুলিয়ার বিভিন্ন এলাকাতেও তা খোলা হবে। তিনি বলেন, পুরুলিয়র কোন বিধায়ক এর আগে এরকম আবেদন রেখেনি। কোন কোন এলাকায় এধরণের স্কুল খোলা যথাযথ সে বিষয়ে বিধায়করা তথ্য জানালে কাজে সুবিধা হবে।