উঃ২৪পরগনা, ১০ জুন:- আবারও খরদা রহড়া রামকৃষ্ণ মিশনের মুখ উজ্জ্বল করে মাধ্যমিকের তৃতীয় স্থান অধিকারকারী অরিত্র মাইতি। এবার উচ্চ মাধ্যমিকের ষষ্ঠ স্থান অধিকার করেছে। অরিত্র বলে দিনে ৬ থেকে ৭ ঘন্টা পড়াশোনা ছাড়াও গল্পের বই পড়তে ভালোবাসতো সে। আরিত্রর মা বলেন ছোটবেলা থেকেই অরিত্র খুব মেধাবী ছাত্র ছিল খেলাধুলার প্রতি আকর্ষণ ছিল কম।
ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায় মিশনের মহারাজারা জানালেন মেধাবী ছাত্র অরিত্রকে নিয়ে গর্ববোধ করেন খড়দহের রহড়া রামকৃষ্ণ মিশন। সকল ছাত্রদেরকে শিক্ষকরা আমরা আশা করেছিলাম অরিত্র আরো ভালো রেজাল্ট করবে অরিত্র আমাদের রামকৃষ্ণ মিশনের ছাত্রদের মধ্যে একটি অনুপ্রেরণা সকল ছাত্ররা অরিত্রর এই সাফল্যে খুবই আনন্দিত।