হাওড়া, ২৬ মে:- বাঁশের প্যান্ডেলে চট ঘিরতে উঠে প্রায় দশ ফুট উপর থেকে নিচে পড়ে মৃত্যু হল এক ডেকরেটর কর্মীর। বৃহস্পতিবার দুপুরে ওই ঘটনা ঘটে হাওড়ার দাসনগরের আশ্রমের গলিতে। জানা গেছে, রক্ষাকালী পূজার প্যান্ডেল করতে উঠেছিলেন বিশ্বজিৎ পাল নামের ওই যুবক। আচমকাই তিনি পা ফসকে দশ ফুট উপর থেকে নিচে পড়ে যান।
তাকে আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে এসেছে দাসনগর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, রক্ষাকালী পূজার জন্য বাঁশের প্যান্ডেল বাঁধা হয়েছিল। তাতে চটের আচ্ছাদন করতে গিয়ে ১০ ফুট উঁচু থেকে নিচে পড়ে যান বিশ্বজিৎ।