হুগলি, ৯ মে:- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ৯ই মে ২৫শে বৈশাখ হাওড়া শরৎ সদন আঙিনায় অনুষ্ঠিত হল কালচারাল কয়ার, হাওড়ার ২৫তম কবি প্রণাম। অনুষ্ঠান শুরু হয় সোমবার ভোর ৫.৩০ মিনিটে। করোনা আবহে দু’বছর বাদ দিলে ১৯৯৭ সাল থেকে টানা প্রতি বছর শান্তিনিকেতনের পরিবেশে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়ে এসেছে হাওড়া শহরবাসীর কাছে সুপরিচিত এই অনুষ্ঠান। তবে অতিমারির সময়ে অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেছে কালচারাল কয়ারের সদস্যবৃন্দ। এই বছরের অনুষ্ঠানের বিশেষ সংযোজন হল বিশিষ্ট সঙ্গীত শিল্পী স্বপ্না ঘোষাল, দীপঙ্কর চট্টোপাধ্যায় ও ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদারকে বিশেষ সম্মাননা জ্ঞাপন। শারীরিক অসুস্থতার কারনে ভবানীবাবুর অনুষ্ঠানে উপস্থিত থাকা সম্ভব হয়নি।
তাঁর সম্মাননাপত্রটি যথাযোগ্য মর্যাদার সাথে বাড়িতে পৌঁছোনোর ব্যবস্থা করেন অনুষ্ঠান কর্তৃপক্ষ। রাজেশ্বর ভট্টাচার্য্য, সৌনক চ্যাটার্জী, দুর্নিবার সাহা, গৌতম মুখার্জী, শুভেন্দু ঠাকুর, জয়দীপ চক্রবর্তী, জয়দীপ চোঙদার, শুভেন্দু ঠাকুর, নীলোৎপল ভট্টাচার্য্য, পল্লব মুখার্জী ,শুভায়ু ভট্টাচার্য্য সহ হাওড়া ও কলকাতার একঝাঁক গুণীশিল্পী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আবৃত্তি পরিবেশ করেন কৌশিক সেন, সোমনাথ দে, অমল চৌধুরী প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্বরা। হাওড়া শহরের এটি একমাত্র অনুষ্ঠান যেখানে স্কুলগুলি তাদের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে। শুধু মাত্র অনুষ্ঠানের আয়োজন নয় সমবেত সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানের গুনগত মান বৃদ্ধি করেছেন কালচারাল কয়ারের সদস্যরা। এদিন বৃষ্টির কারণে অনুষ্ঠান সাময়িক বাধ সাধলেও তা ব্যাহত হয়নি। বৃষ্টিকে উপেক্ষা করেই এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী থেকে শুরু করে দর্শকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়।